ঢাকা: বায়ু দূষণ, পানি দূষণ- এসব মিলিয়ে পরিবেশ দূষণের কথা ইদানীং শোনা যাচ্ছে অহরহ। কিন্তু আলো দূষণের কথা কি কেউ শুনেছেন।
আন্দোলকারীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেনের অর্ধেক মানুষ রাতের আকাশে অনেক তারা দেখতে পারেন না কারণ, রাতের আকাশ আলো দূষণে একেবারে ‘সম্পৃক্ত’ হয়ে গেছে।
সম্প্রতি তারা গণনা উৎসবে যোগ দেওয়া ৫৩ শতাংশ মানুষ কালপুরুষ নক্ষত্রপুঞ্জের ১০টিরও বেশি নক্ষত্র দেখতে ব্যর্থ হয়েছেন।
ক্যাম্পেইন ফর রুরাল ইংল্যান্ড এবং ক্যাম্পেইন ফর ডার্ক স্কাইয়ের কর্মীরা বলেছেন, তারা গুণতে ব্যর্থতার হার ২০০৭ সালে ৫৪ শতাংশের তুলনায় এবার খুব সামান্য পরিমাণ কমেছে। রাস্তার উজ্জল আলো নিভিয়ে রাখার উদ্যোগ নেওয়ার পরও সমস্যা এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরো বলেছেন, ২০১০ সালে স্থানীয় প্রশাসন রাস্তায় আলো জ্বালানোর পেছনে ৫০ কোটি পাউন্ডেরও বেশি অর্থ খরচ করেছে।
অনেক ক’জন পারিষদ অবশ্য প্রয়োজন না থাকলে রাস্তার আলো নিভিয়ে রাখা বা মৃদু আলো ব্যবহার করার পরিকল্পনা পরীক্ষা করে দেখেছেন। যদিও এই পরীক্ষার কারণে কর্তৃপক্ষ স্থানীয় অধীবাসীদের সঙ্গে কিছুটা বিতর্কে জড়িয়ে পড়েছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর