ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, এপ্রিল ১২, ২০১২
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ক্ষমতাসীন দল

ঢাকা : দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল নিউ ফ্রন্টিয়ার পার্টি জয়লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে রক্ষণশীল দল নিউ ফ্রন্টিয়ার পার্টি ( এনএফপি)  ৩০০ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৫২ টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।



প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির (ডিইউপি) থেকে ২৫ টি আসন বেশি পেয়েছে দলটি। এর আগের পার্লামেন্টে ক্ষমতাসীন দলের ১৬৫ আসনের বিপরীতে বিরোধী দলের আসন সংখ্যা ছিলো ৮৯।

নির্বাচনপূর্ব জনমত জরিপ অনুযায়ী প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বিরোধীদল। জনমত জরিপ গুলোতে বিরোধীদল ক্ষমতাসীন দলের থেকে এগিয়ে ছিলো।

নির্বাচনে তার দলকে ভোট দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক।

এদিকে নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিজেদের পক্ষে আনতে না পারায় সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমাপ্রার্থণা করেছেন বিরোধী দল ডিইউপির সাধারণ সম্পাদক পার্ক সুন সুক। পরাজয় মেনে নিয়ে সমর্থদের উদ্দেশ্যে তিনি বলেন ,‘ডিইউপি জনগণের মনোভাবকে নিজেদের পক্ষে আনতে ব্যর্থ হয়েছে। ’

নির্বাচনে এই দুই দলের বাইরে বামপন্থি ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি ১৩টি আসন লাভ করেছে। অন্যদিকে ডানপন্থি লিবার্টি ফরোয়ার্ড পার্টি জয়ী হয় ৫টি আসনে।

বুধবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ৫৪.৩ শতাংশ, যেখানে চার বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ৪৬.১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।