ঢাকা : পরপর দু’টি ভুমিকম্প এবং ভারত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারির পর ইন্দোনেশিয়ায় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছে পাঁচ জন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৮.৬ মাত্রার ভূমিকম্পে ২৮টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এমনকি আফ্রিকার দেশ কেনিয়াতে পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হার্ট অ্যাটাকে পাঁচ জন মারা যাওয়া ছাড়া আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে যাওয়ার জন্য হুড়োহুড়িতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এবারে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। কারণ ২০০৪ সালে ভারত মহাসাগরে ৯.১ মাত্রার ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামির ভয়াবহ স্মৃতি মানুষ এখনো ভুলতে পারেনি। সে সময় বিশ্বের ১২টি দেশে প্রায় ২ লাখ ৩৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু এবারের ৮.৬ এবং ৮.২ মাত্রার পরপর দু’টি ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভূমিকম্পে আচেহ প্রদেশে কিছু ঘরবাড়ির দেয়ালে ফাটল এবং অবকাঠামোর মধ্যে মাত্র একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বিস্মিত অধিবাসীদের অনুভূতি ছিল যেনো কিছুই হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর