ঢাকা: স্বাধীন আলজেরিয়ার প্রথম প্রেসিডেন্ট এবং ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা পালনকারী আহমেদ বেন বেলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।
ফ্রান্সের অধীনতা থেকে আলজেরিয়ার স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উদযাপনের মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি মারা গেলেন।
বাধ্যক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম । তিনি অনেকদিন ধরে বুকের সমস্যার কারণে আলজেরিয়ার আইন নাদজা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতফ্লেকা এক শোকবার্তায় বলেন,‘ আজকের দিনে আমরা হারালাম আলজেরিয়ার একজন অন্যতম সাহসী নেতাকে। ’ তার এই শোকবার্তা আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়।
তার মৃত্যুতে আলজেরিয়ায় আট দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
বেন বেলাকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানী আলজিয়ার্সের পিপলস প্যালেসে রাখা হবে। আগামী শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আলজেরিয়ার সংবাদমাধ্যম।
ফরাসি সেনাবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বীর বেন বেলা আলজেরিয়ার ফরাসি বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান নায়ক হিসেবে বিবেচিত হন। ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত বহুদিন তিনি ফরাসি কারাগারে অন্তরীণ ছিলেন ।
স্বাধীনতা অর্জনের পর তিনি ১৯৬৩ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। তবে পরবর্তীতে ১৯৬৫ সালে এক সামরিক অভ্যূত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তাকে ১৯৮০ সাল পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়।
বাংলাদেশ সময়:১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর