ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায় বিন লাদেনের স্থলে নতুন নাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ১২, ২০১২
এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায় বিন লাদেনের স্থলে নতুন নাম

ঢাকা : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র দশ মোস্ট ওয়ান্টেড ফেরারি অপরাধীর তালিকায় আল কায়েদা নেতা বিন লাদেনের স্থলে নতুন নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তালিকায় বিন লাদেনের স্থলে একজন সন্দেহভাজন শিশু পর্নোগ্রাফারের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানা গেছে।



উল্লেখ্য, গত বছরের ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনী সিলের অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন।

তালিকায় বিন লাদেনের স্থলাভিষিক্ত হওয়া এরিক জাস্টিন টোথ (৩০) একজন সাবেক স্কুল শিক্ষক। আদালতের রেকর্ড অনুযায়ী, ২০০৮ সালে ম্যারিল্যান্ড আদালতে তিনি শিশু পর্নোগ্রাফি নির্মাণের সঙ্গে যুক্ত থাকার দায়ে অভিযুক্ত হন।

এফবিআই জানিয়েছে, টোথের ব্যক্তিগত ক্যামেরায় পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। টোথের ব্যাপারে তথ্যদাতাকে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এফবিআই আরো জানিয়েছে, ওয়াশিংটন ডিসি’র কেন্দ্রীয় আদালতে টোথের বিরুদ্ধে আরো দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি হলো- পর্নোগ্রাফি ভিডিও রাখা যার মধ্যে শিশু পর্নোগ্র্রাফিও রয়েছে। দ্বিতীয়টি হলো- বিভিন্ন অঙ্গরাজ্যে এসব ভিডিও বিলি করা।

এফবিআই’র ধারণা, টোথ সম্ভবত ইন্টারনেটে নিজেকে গৃহশিক্ষক বা গৃহপরিচারক হিসেবে বিজ্ঞাপিত করতেন। ২০০৯ সালের দিকে তিনি অ্যারিজোনায় বসবাস করতেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি ভার্জিনিয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, উইসকোনসিন এবং মিনেসোটায় বিভিন্ন সময় অবস্থান করেছেন।

ম্যারিল্যান্ড আদালতে অভিযুক্ত হলে টোথের কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বা সর্বোচ্চ ৩০ বছরের সাজাও হতে পারে।

এফবিআই জানিয়েছে, বিন লাদেনের স্থানে তালিকায় টোথের নাম অন্তর্ভূক্ত করার প্রক্রিয়াটি ছিল খুব দীর্ঘ। এ স্থানে অন্তর্ভূক্তির জন্য অপরাধীদের ৫৬টি নথি যাচাই বাছাই করা হয়েছে এবং পরে এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে এর অন্তর্ভূক্তি নিশ্চিত হয়েছে।

টোথ এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড ফেরারি অপরাধীর তালিকায় ৪৯৫তম ব্যক্তি ছিলেন। গত বছর কুখ্যাত দাঙ্গাবাজ হুইটনি বুলগার আটক হওয়ায় এই তালিকায় এখন আরেকটি খালি স্থান সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।