ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মরক্কোতে নিহত দুই মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, এপ্রিল ১২, ২০১২
মরক্কোতে নিহত দুই মার্কিন সেনা

ঢাকা : মরক্কোতে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মরক্কোর আগাদিরের দক্ষিণ পশ্চিমে বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



দুর্ঘটনায় সময় অপর দুই সেনাও আহত হয়। মরক্কোর ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশগ্রহণে একটি যৌথ সামরিক মহড়া চলার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমভি-২২ অসপ্রে সামরিক হেলিকপ্টারটি মার্কিন যুদ্ধজাহাজ আইয়ুজিমা থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

এপ্রিলের প্রথম থেকে শুরু হওয়া এই সামরিক মহড়ায় অংশ নিতে প্রায় ১২ শত মার্কিন মেরিনসেনা, নাবিক ও বিমান যোদ্ধা বর্তমানে মরক্কোতে অবস্থান করছে।

আহত দুই সেনাকে মরক্কোর রাজধানী রাবাত থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণের গুয়েলমিমে অবস্থিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।