ঢাকা: ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ২৩ মুসলিম সংখ্যালঘুকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ১৮ হিন্দু মৌলবাদীকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। বৃহস্পতিবার ঘোষিত এই রায়ে অভিযুক্ত বাকি পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এখন থেকে দশ বছর আগে সংঘটিত গুজরাট দাঙ্গার সময় নিজেদের বাঁচাতে ২৩ সংখ্যালঘু মুসলিম গুজরাটের ওডে গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু হিংস্র দাঙ্গাকারীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দিলে নারী ও শিশুসহ ওই ২৩ জন মুসলিম আগুনে পুড়ে মারা যায়।
২০০২ সালে গুজরাট দাঙ্গায় সহস্রাধিক ব্যক্তি নিহত হয়। এদের মধ্যে প্রায় সবাই ছিলো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের।
সাজাপ্রাপ্তদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বাংলাদেশ সময়:১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর