ঢাকা: ভারতে টেলিকম খাতে বিদেশি বিনিয়োগ বাড়ছে। ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত ১১ বছরে টেলিকম খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এক হাজার ২’শ ৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
ভারতের টেলিকম বিভাগের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উপাত্ত প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সেবাখাত এবং কম্পিউটার সফটওয়্যার খাতের পরই সবচে আকর্ষণীয় খাত এখন টেলিকম।
২০০০ সালের এপ্রিল থেকে শুরু করে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে মোট প্রকৃত বিনিয়োগের পরিমাণ এক হাজার ২’শ ৪৫ কোটি ডলার।
ভারত সরকার টেলিকম সেবা প্রদানকারী কোম্পানিতে ৭৪ শতাংশ বৈদেশিক বিনিয়োগের অনুমতি দিয়েছে। তবে অবকাঠামো, ই-মেইল সেবা, ভয়েস মেইল সেবা এবং টেলিকম যন্ত্রপাতি উৎপাদন খাতে শতভাগ সরাসরি বৈদেশিক বিনিয়োগের অনুমতি রয়েছে।
২০১১ অর্থবছর শেষে ভারতে সার্বিক এফডিআই দাঁড়িয়েছে এক হাজার ৫’শ ৫৫ কোটি ডলার। আর এই পরিমাণ ২০১০ সালের মার্চের তুলনায় ১৮ শতাংশ বেশি। সে সময় ভারতে বিদেশি বিনিয়োগ ছিল ৮শ’ ৯২ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর