ঢাকা: মালির অন্তর্বর্তীকলীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পার্লামেন্ট স্পিকার দিওকুন্দা ত্রাওরে। গত মাসে সেনা অভ্যুত্থানের পর বেসামরিক শাসন পুনর্বহাল করার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মালি পার্লামেন্টের স্পিকার দিওকুন্দা বৃহস্পতিবারই রাজধানী বামাকোতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং এ অনুষ্ঠানে সেনা অভ্যুত্থানের নেতা ক্যাপ্টেন আমাদো সানোগো ও অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল দেশটির নতুন নেতা দিওকুন্দাকে কিছু কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে পেতে সরকারকে বেগ পেতে হবে। এই বিচ্ছিন্নতাবাদীরা ওই অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করেছে।
শপথ গ্রহণের পর দিওকুন্দা জাতির উদ্দেশে বলেছেন, ‘আমি একটি দেশের প্রেসিডেন্ট যে শান্তির পথকেই পছন্দ করে। আমি বিদ্রোহীদের সব ধরনের অরাজকতা পরিহারের আহ্বান জানাচ্ছি। ’
তিনি বলেছেন, শান্তির পথকেই বেছে নেওয়া হবে। কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা শান্তি আলোচনায় অসম্মতি জানালে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।
এখন দিওকুন্দার প্রথম কাজ হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এ সরকারে ২০ জন সদস্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর এসব সদস্যের মধ্যে সেনা অভ্যুত্থানে অংশ গ্রহণকারীদেরও জায়গা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর