ঢাকা: বিশ্বজুড়ে প্রায় ১৪ বছর ধরে মোবাইল হ্যান্ডসেটের বাজারে একক আধিপত্যকারী নকিয়া এবার স্যামসাংয়ের কাছে তার রাজত্ব হারানোর দশায় পড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে নকিয়ার বাজার দখলের ক্ষেত্রে স্যামসাংয়ের কাছে হেরে গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকদের ধারণা মোতাবেক, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোরীয় কোম্পানি স্যামসাংয়ের মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয়েছে ৮ কোটি ৮০ লাখ। সেখানে প্রথম প্রান্তিকে নকিয়ার ফোনসেট বিক্রি হয়েছে ৮ কোটি ৩০ লাখ।
এদিকে গত বুধবার নকিয়ার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, চলতি বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে, আগামী ২৭ এপ্রিল স্যামসাং তাদের প্রথম প্রান্তিকের তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।
নকিয়া অনেকদিন ধরে স্মার্টফোনের বাজারে ব্যাপক ক্ষতি গুণছে। স্বল্পমুল্যের মোবাইল হ্যান্ডসেটই এখনও নকিয়াকে বাজারে টিকিয়ে রেখেছে বলে অনেকে মনে করেন। তবে গত কয়েক মাসে নকিয়া সবচে বেশি লোকসান দিয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, নকিয়া ১৯৯৮ সালে মটোরোলাকে হটিয়ে যখন বাজারে একাধিপত্য প্রতিষ্ঠা করে তখন সবেমাত্র বাজারে প্রবেশ করেছে স্যামসাং। ২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে প্রবেশের আগে নকিয়া একাই হ্যান্ডসেটের ৪০ শতাংশ বাজার দখল করে রেখেছিল। তবে শেষ পর্যন্ত স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে আর টিকতে পারেনি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর