ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি: রোলিংয়ের লেখা বড়দের প্রথম উপন্যাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, এপ্রিল ১২, ২০১২
দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি: রোলিংয়ের লেখা বড়দের প্রথম উপন্যাস

ঢাকা:  শিশুতোষ গল্প উপন্যাস লেখিকা জে কে রোলিং গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন, তিনি এবার বড়দের জন্য উপন্যাস লিখছেন। এবার তিনি তার সেই উপন্যাসের নাম ঘোষণা করলেন।

জনপ্রিয় শিশুতোষ হ্যারি পটারের এই স্রষ্টা বৃহস্পতিবার জানিয়েছেন, বড়দের জন্য লেখা তার উপন্যাসটির নাম হবে ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি’।

রোলিং গত ফেব্রুয়ারিতে জানান, তার নতুন উপন্যাসটি সম্পূর্ণ আলাদা আঙ্গিকে লেখা। এতে পাঠকরা একেবারে আলাদা স্বাদ পাবেন।

নতুন উপন্যাসটি বই আকারে, ডিজিটাল সংস্করণ বা ই-বুক এবং অডিও ও সিডি আকারে বাজারে ছাড়া হবে ২৭ সেপ্টেম্বর। উপন্যাসটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান লিটল, ব্রাউন অ্যান্ড কোং।

এ ব্যাপারে রোলিং বলেছেন, ‘নতুন দিগন্তে বিচরণের স্বাধীনতা একটি উপহার, হ্যারি পটারের সফলতা আমাকে এ স্বাধীনতা এনে দিয়েছে। ’

বড়দের জন্য লেখা উপন্যাসটির উপজীব্য ব্যারি ফেয়ারওয়েদার নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা। এ ব্যক্তির মৃত্যুতে প্যাগফোর্ড গ্রামের মানুষেরা বড় ধরনের মানসিক ধাক্কা খেয়েছিল।

জে কে রোলিংয়ের জনপ্রিয় ধারাবাহিক উপন্যাস হ্যারি পটারের সর্বশেষ বা সপ্তম পর্বটি সারা বিশ্বে চার কোটি ৫০ লাখ কপিরও বেশি বিক্রি হয়েছে। এ বইয়ের সর্বশেষ পর্বটি ২০০৭ সালে যখন প্রথম বাজারে আসে তখন কয়েক মিনিটের মধ্যে এর কয়েক হাজার কপি বিক্রি হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।