ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গিনি বিসাউয়ে ‘সামরিক অভ্যুত্থান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, এপ্রিল ১৩, ২০১২
গিনি বিসাউয়ে ‘সামরিক অভ্যুত্থান’

ঢাকা:পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান ঘটার গুজব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতক্ষদর্শীরা জানিয়েছে আটলান্টিক উপকূলীয় রাষ্ট্রটির রাজধানী বিসাউয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।



এছাড়া রাজধানী বিসাউ থেকে ভারী অস্ত্রের আওয়াজ শোনা গেছে জানিয়েছে সংবাদমাধ্যম। সেনা সদস্যরা নগরীর প্রধান প্রধান রাস্তায় টহল দিচ্ছে।

প্রধানমন্ত্রী কালোর্স গোমেজের বাসভবনের নিকটে লড়াই সংঘটিত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সেনাবাহিনী রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে প্রধানমন্ত্রী গোমেজ এবং অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট রায়মুনডো পেরেইরার বর্তমান অবস্থান জানা যাচ্ছে না। সাবেক পুর্তগীজ কলোনি গিনি বিসাই ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর থেকে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান রাজধানীতে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। তবে এখনও ক্ষমতা গ্রহণ বা রাজধানীতে পরিচালিত সামরিক তৎপরতার ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

গত মাসে অনুষ্ঠিত দেশটির প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে কার্লোস গোমেজ প্রথম হন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রেসিডেন্ট কুমবা ইয়ালা নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। পাশাপাশি তিনি আগামী ২৯ এপ্রিলে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে অংশগ্রহণ বয়কট করবেন বলে ঘোষণা দেন।

গত জানুয়ারিতে দীর্ঘ রোগভোগের পর গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট মালাম বাকাইয়ের মৃত্যুর পর দেশটিতে জরুরি নির্বাচন আহবান করা হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে সম্প্রতি রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়:১১২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।