ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে আটক শাহরুখ খান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, এপ্রিল ১৩, ২০১২
যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে আটক শাহরুখ খান!

ঢাকা : বলিউড তারকা শাহরুখ খানকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটক করা হয়েছিলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট প্লেইন বিমান বন্দরে তিনি কাস্টমস ও অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ সময় প্রায় দুই ঘণ্টা আটকে রেখে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে ওই বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তবে তাকে কি কারণে আটকে রাখা হয় তা এখনও পরিষ্কার নয়। এর আগেও নিউইয়র্কের একটি বিমান বন্দরে ২০০৯ সালে শাহরুখ খানকে আটক করা হয়। পরবর্তীতে ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।

ছাড়া পাওয়ার পর শাহরুখ খান অভিযোগ করেন মুসলিম নামের কারণেই তাকে আটকানো হয়। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস তাকে আটকের কথা অস্বীকার করে দাবি করে এ সময় তাকে শুধু প্রশ্ন করা হয়।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা শাহরুখ খানকে আটক করে। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তিনি।

ইয়েল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে নেয় বলে জানায় পিটিআই।

শাহরুখ খান এ ঘটনায় মারাত্মক ক্ষুদ্ধ হন বলে জানা যায়। পরবর্তীতে অনুষ্ঠানে ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি বিমান বন্দরে আটকের অভিজ্ঞতার কথা জানান।

তিনি অবশ্য হাস্যরস এবং কৌতুকের মাধ্যমে পরিবেশ হালকা করেন। এ সময় তিনি মজা করে বলেন বিমান বন্দরে থাকার ইচ্ছে করলেই তার যুক্তরাষ্ট্রে আসা উচিৎ।

বাংলাদেশ সময়:১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।