ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, এপ্রিল ১৩, ২০১২
জার্মানিতে ট্রেন দুর্ঘটনা

ঢাকা : জার্মানিতে এক ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিনের প্রথম ভাগে অফেনবাক শহরের নিকটবর্তী স্থানে আঞ্চলিক রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন অপর একটি রক্ষণাবেক্ষণ ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

ফ্রাংকফুর্ট থেকে হ্যানাও গামী ট্রেনটিতে এ সময় ৩৫ জন যাত্রী ছিলো বলে জানা গেছে।

রেললাইনে মেরামতি কাজে নিযুক্ত একটি ক্রেনের সঙ্গে ট্রেনটি ধাক্কা খায় বলে জানিয়েছে পুলিশ। ট্রেনের চালক এবং রেল লাইনে মেরামতি কাজে নিয়োজিত দুই শ্রমিক দুর্ঘটনায় নিহত হয় বলে জানা গেছে। এছাড়া মারাত্মক ভাবে আহত সাত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পরিস্কার করতে পারেনি কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ছিলো বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম।

রক্ষণাবেক্ষণ ক্রেনটি বৃহস্পতিবার দিবাগত রাতে মেলহেইম-দিশেইম এবং হ্যানাউ-স্টেইহিম রেল ট্রাকের মাঝে অবস্থান নিয়ে মেরামতি কাজ করছিলো। দুর্ঘটনার পরপরই রেল পথটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফ্রাংকফুর্ট-হানাউ রেলপথটি জার্মানির অন্যতম ব্যস্ত কমিউটার রেল রুট।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।