ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৭০ হাজার নবজাতকের শরীরে এইচআইভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, এপ্রিল ১৩, ২০১২
নাইজেরিয়ায় ৭০ হাজার নবজাতকের শরীরে এইচআইভি

ঢাকা : নাইজেরিয়ায় প্রায় ৭০ হাজার নবজাতকের শরীরে এইচআইভি পজেটিভ ধরা পড়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গত বৃহস্পতিবার এ ভীতিকর তথ্য দিয়েছেন।



নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডসের (নাকা) মহাপরিচালক জন আইদোকো দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওগুনে এ তথ্য প্রকাশ করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নাইজেরিয়ার গর্ভবতী নারীদের মধ্যে এইচআইভি/এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি।

মহাপরিচালক আইদোকো জোর দিয়ে বলেছেন, নাইজেরিয়ায় এইডসের বিস্তার রোধে নাকা প্রতিষ্ঠা করা হয়েছে আর এ সংস্থা এইডস প্রতিরোধ কৌশল নিয়ে ওগুন প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এইচআইভি বিস্তার রোধে ওগুনের প্রাদেশিক অ্যাকশন কমিটি অন এইডসের (সাকা) আরো উন্নয়ন করার আহ্বান জানিয়েছে তিনি।

এইডস এবং সংশ্লিষ্ট অন্যান্য রোগ নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডস (নাকা) সংস্থাটিকে আরো শক্তিশালী করতে সরকারের সব পর্যায় থেকে সহায়তার করার আহ্বান জানিয়েছেন আইদোকো।  

তিনি বলেছেন, মা থেকে শিশুতে রোগ সংক্রমণ রোধে নাকাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২

সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।