ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে শুক্রবার আপাত সেনা অভ্যুত্থানের মধ্যে বিদায়ী প্রধানমন্ত্রী কার্লোস গোমেজ জুনিয়রকে আটক করেছে সেনা বাহিনী।
সামরিক বাহিনীর প্রেস অ্যাটাচে এবং প্রধানমন্ত্রীর স্ত্রী এই আটকের খবর নিশ্চিত করেছেন।
এদিকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রাইমুন্দো পেরেইরাকেও আটক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদিকরা জানিয়েছেন, গোমেজ আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় লড়ার কথা ছিল। তিনি সেনা বাহিনীর মধ্যে অজনপ্রিয় ছিলেন এবং সেনা বাহিনী ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
প্রসঙ্গত, পর্তুগালের সাবেক উপনিবেশ গিনি বিসাউ ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে ধারাবাহিক সেনা অভ্যুত্থান হয়েছে। সম্প্রতি দেশটি লাতিন আমেরিকা থেকে ইউরোপে মাদক পাচারকারীদের অভয়াশ্রয়ে পরিণত হয়েছে।
এদিকে শুক্রবার সকালে রাষ্ট্রীয় রেডিওতে এক বিবৃতিতে সেনা বাহিনী জানিয়েছে, ক্ষমতা দখলের কোনো উচ্চাকাঙ্ক্ষা তাদের নেই। তারা শুধু দেশে বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে পদক্ষেপ নিয়েছে।
সেনা বাহিনীর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার গিনি বিসাউয়ের সেনা বাহিনীকে উচ্ছেদ করতে অ্যাঙ্গোলার সেনা বাহিনীর সঙ্গে গোপন চুক্তি করেছে।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত দেশটির প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে কার্লোস গোমেজ প্রথম হন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট কুমবা ইয়ালা নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। পাশাপাশি তিনি আগামী ২৯ এপ্রিলে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে অংশগ্রহণ বয়কট করবেন বলে ঘোষণা দেন।
গত জানুয়ারিতে দীর্ঘ রোগ ভোগের পর গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট মালাম বাকাইয়ের মৃত্যুর পর দেশটিতে জরুরি নির্বাচন আয়োজন করা হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর