ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু সঙ্কট: ইস্তাম্বুলে মুখোমুখি ইরান ও বিশ্বশক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, এপ্রিল ১৪, ২০১২
পরমাণু সঙ্কট: ইস্তাম্বুলে মুখোমুখি ইরান ও বিশ্বশক্তি

ঢাকা : শনিবার তুরস্কের ইস্তাম্বুল নগরীতে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও বিশ্বশক্তিদের প্রতিনিধিরা । বিতর্কিত পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান অচলাবস্থার সমাধানে পৌঁছাই এই বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



শনিবারের বৈঠকে আলোচনার টেবিলে ইরানি মধ্যস্থতাকারীদের সঙ্গে অংশ নেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির প্রতিনিধিরা। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন  অ্যাশটনও সংস্থার প্রতিনিধি হিসেবে অংশ নেবেন ।

ইরানের পরমাণু কর্মসূচির শান্তির্পূণ একটি সমাধানে পৌঁছা সম্ভব বলে বৈঠকের প্রারম্ভে আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষই।

ইরান বলছে,তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করছে ইরানের উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা।

ইরানের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান সঙ্কট সমাধানে নতুন প্রস্তাব দেওয়া হবে ইরানের তরফে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন ইরান নতুন প্রস্তাব দিলেও তার মানে এই নয় যে তেহরান এখনই বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিহার বা হ্রাস করবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবিলম্বে বন্ধ করতে বলেছে। তাদের দাবি সামরিক উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে ইরান। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখান করে বলেছে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার প্রয়োজনেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।