ঢাকা : জাতিসংঘের যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিলেও আন্দোলনকারীদের ওপর হামলা অব্যাহত রাখার অভিযোগ উঠেছে সিরিয়ার বিরুদ্ধে। বাশার বিরোধী আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র হোমসের দুটি কেন্দ্রীয় জেলায় সিরীয় নিরাপত্তা বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
হোমসে সিরীয় বাহিনীল গোলাবর্ষণের মধ্যেই জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি শনিবার প্রবেশ করেছে তৃতীয় দিনে। হোমসের জুরাত আল সায়াহ ও আল কারাবিস উপশহর লক্ষ করে রাতভর গোলা নিক্ষেপ করে সেনারা। হামলায় বেশ কিছু লোক মারাত্মক আহত হন বলে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরী ফর হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠন জানায়।
এদিকে নিরাপত্তা পরিষদে শনিবার দিনের শেষ ভাগে সিরিয়া পরিস্থিতির ওপর একটি ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে। সহিংসতা বন্ধে জাতিসংঘের ঘোষিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য সিরিয়ার অভ্যন্তরে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠাতে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ রাষ্ট্র রাশিয়ার অবস্থান এ ব্যাপারে এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়:১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর