ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার টিভিতে টক শো উপস্থাপনায় অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, এপ্রিল ১৪, ২০১২
রাশিয়ার টিভিতে টক শো উপস্থাপনায় অ্যাসাঞ্জ

ঢাকা: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ টক শো শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। দ্য ওয়ার্ল্ড টুমরো নামের এই টক শোটি পরবর্তী সপ্তাহ থেকে রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি টেলিভিশন স্টেশন সম্প্রচার করবে।



অ্যাসাঞ্জ ও আরটি নামের এই টেলিভিশন চ্যানেলটি টকশোতে আমন্ত্রিতদের নামের তালিকা এখনও প্রকাশ করেনি। তবে তারা বিতর্কিত ব্যক্তিদেরই এই অনুষ্ঠানে আনবে বলে ধারণা করা করা হচ্ছে। আরটি নামের এই স্যাটেলাইট চ্যানেলটি মূলত রাশিয়ার ইংরেজি ভাষার একটি আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক চ্যানেল।

এদিকে, টক শোর প্রথম অতিথি কে হতে পারে সে ব্যাপারে সমর্থকদের কাছে টুইটারে নাম আহ্বান করছে উইকিলিকস। আগামী মঙ্গলবার টক শোটি প্রথমবার পরিবেশিত হবে। তবে এই টক শোকে কেন্দ্র করে অ্যাসাঞ্জ ও ক্রেমলিনের মধ্যকার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন তোলা শুরু করেছে সমালোচকরা। আরটি চ্যানেলটি মূলত ক্রেমলিনের অর্থায়নেই পরিচালিত হয়।

তবে অ্যাসাঞ্জ কীভাবে এই টক শোতে উপস্থিত হবেন এটিই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তিনি এখন ইংল্যান্ডে গৃহবন্দি আছেন। বিচারের জন্য সুইডেনে ফেরত যাওয়ার হাত থেকে বাঁচতে এখন আইনী লড়াই চালাতেই বেশি ব্যস্ত তিনি।

তারা বিরুদ্ধে সুইডেনে দুই নারী ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অ্যাসাঞ্জকে সুইডেন ফেরত পাঠাতে ইংল্যান্ডের প্রতি আহবান জানায় সুইডিশ সরকার। অ্যাসাঞ্জ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার।

এদিকে, এই টকশোর ব্যাপারে আরটি টিভির প্রধান সম্পাদক মারগারিটা সিমোনিয়ান এক বিবৃতিতে বলেন,‘আরটি হলো খোলা মনের মানুষের একটি বৈশ্বিক কণ্ঠ। বিশ্বের মূলধারার মিডিয়ায় যা দেখানো হয় সে ব্যাপারে যারা প্রশ্ন করতে উত্থাপন করতে চায় তাদের জন্যই এর অনুষ্ঠান। আমরা জুলিয়ান অ্যাসাঞ্জের নতুন অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে গর্বিত। ’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের কাছে পৌঁছাতে অ্যাসাঞ্জকে একটি প্লাটফর্ম দিয়েছি। একই সঙ্গে তাকে অনুষ্ঠানের ব্যাপারে পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। দর্শকদের বিপরীত ধারার মতামত তুলে আনতে তিনিই সম্পূর্ণ ভাবে যোগ্য ব্যক্তি। ’

দ্য ওয়ার্ল্ড টুমোরো নামের এই অনুষ্ঠানটি আরটি চ্যানেলে ইংরেজি, আরবি ও স্প্যানিশ ভাষায় প্রচারিত হবে।

বাংলাদেশ সময়:১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।