ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলা, ৪০০ কয়েদি পলাতক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, এপ্রিল ১৫, ২০১২
পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলা, ৪০০ কয়েদি পলাতক

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে রোববার সকালে জঙ্গি হামলায় ৪০০ কয়েদি পালিয়েছে। হামলায় জঙ্গিরা বন্দুক ও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে।



পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত পশতুন অঞ্চলের বান্নু শহরের কারাগার থেকে কয়েদিরা পালিয়েছে। পলাতক কয়েদিদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি সদস্য রয়েছে।

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তেহরিক-ই-তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা হামলাটি চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

মুখপাত্র বলেন, ‘এই হামলায় আমরা আমাদের কয়েকশ সহযোদ্ধাকে মুক্ত করেছি। অনেকেই নির্দিষ্ট গন্তব্য পৌঁছে গেছে ও কেউ কেউ পথে আছে। ’

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।