ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠাতে জাতিসংঘের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, এপ্রিল ১৫, ২০১২
সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠাতে জাতিসংঘের অনুমোদন

ঢাকা : সিরিয়া সঙ্কটের ওপর এই প্রথম সর্বসম্মতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ। সিরিয়ার সরকারের যুদ্ধ বিরতি পর্যবেক্ষণ করতে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে শনিবার সবাই একমত হয়েছে।

জাতিসংঘ এই মুহূর্তে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা থেকে এ ধরনের সিদ্ধান্ত নিল।

জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ প্রস্তাব-২০৪২ দামেস্কে ৩০ সদস্যের একটি নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে। গতকালই দলটি সিরিয়ার উদ্দেশে যাওয়ার কথা।

ওই প্রস্তাবে আরো বলা হয়েছে, সিরিয়া সরকারকে বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ‘দৃশ্যমান বাস্তবায়ন’ দেখাতে হবে। সেই সঙ্গে বিভিন্ন শহর থেকে সেনা বাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিতে হবে।

এ প্রস্তাবের ওপর গত শুক্রবারই ভোট হওয়ার কথা ছিল কিন্তু মূল খসড়ার কিছু বক্তব্যের ব্যাপারে রাশিয়ার আপত্তির কারণে একদিন দেরি হলো। এ ব্যাপারে জাতিসংঘে রাশিয়ার দূত ভিতালি চারকিন বলেছেন, ‘বাস্তবানুগ পরিবর্তন’ প্রস্তাবটিকে আরো ‘ভারসাম্যপূর্ণ’ করেছে।

উল্লেখ্য, এর আগে সিরিয়া সঙ্কট নিরসনে জাতিসংঘে আনা প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।