ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মাদক চোরাচালান রোধে মাদক বৈধ করার কৌশলকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মাদকদ্রব্য বৈধ করে দেওয়া আমেরিকায় অবৈধ মাদক চোরাচালান সমস্যার সমাধান হতে পারে না।
আমেরিকা মহাদেশের দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে কলম্বিয়ায় শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের এক জমায়েতে ওবামা বলেন, মাদক বৈধ করলে সমস্যা আরো জটিল আকার ধারণ করবে।
তবে এ ব্যাপারে উন্মুক্ত বিতর্ক করতে তিনি প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন।
আঞ্চলিক নেতাদের মাদক চোরাচালান প্রতিরোধ যুদ্ধের নতুন কৌশল নির্ধারণের দাবির জবাবে গত শনিবার এই মত ব্যক্ত করেন প্রেসিডেন্ট ওবামা।
এর আগে গত শুক্রবার গুয়াতেমালার প্রেসিডেন্ট ওতো পেরেজ মোলিনা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বর্তমান কৌশল এই যুদ্ধকে অজেয় করে তুলেছে।
মাদকের বিরুদ্ধে যুদ্ধে আরো দায়িত্বশীল এবং আন্তরিক সংলাপের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওতো পেরেজ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর