ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের আরো কয়েকটি স্থানে সমন্বিত হামলা করেছে তালেবান।
তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, জিহাদিরা কূটনৈতিক পাড়ায় বিভিন্ন দূতাবাসে হামলা করেছে।
কাবুল ও এর আশপাশে অনেকগুলি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
তালেবানের মুখপাত্র আরো জানিয়েছেন, তারা লগার এবং পাকতিয়া প্রদেশেও হামলা চালিয়েছে।
জালালাবাদে আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে।
ন্যাটো জানিয়েছে, কাবুলের সাতটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাবুলের মধ্যাঞ্চলে কমপক্ষে সাতটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং কূটনৈতিক এলাকায় বিভিন্ন দিক থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
কাবুলের পশ্চিমে পার্লামেন্ট ভবনের কাছেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, ওই এলাকায় হামলা অব্যাহত রয়েছে।
এদিকে রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার খবর পাওয়া গেছে। জার্মান দূতাবাসের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস নিশ্চিত করেছে, তাদের দূতাবাস ভবনের কাছাকাছি হামলা হয়েছে। দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ কূটনীতিকদের ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ব্রিটিশ দূতাবাসের গার্ড টাওয়ারে দু’টি রকেট হামলা হয়েছে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নব নির্মিত কাবুল স্টার হোটেলে গোলাগুলি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর