ঢাকা : ভারতের অর্থনীতি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে সেই সঙ্গে ভারত এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লিতে একটি প্যানেল আলোচনায় মনমোহন বলেন, ‘অনেক সমস্যা ও জটিলতা রয়েছে। তবে কোনো জটিলতা না থাকলে তো জীবনের কোনো অর্থ থাকে না। আমার দৃঢ় আত্মবিশ্বাস এ অবস্থার উত্তরণ ঘটবে। ’
শনিবার অনুষ্ঠিত ‘ভারতে অর্থনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা সভায় প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধান অথিতি হিসেবে আমন্ত্রিত ছিলেন।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগতি, অভ্যন্তরীণ অর্থনীতিতে ইউরোজোন সঙ্কটের প্রভাব নিয়ে আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৯ শতাংশ হয় যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। তবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমকি ৬ শতাংশ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে সরকার।
আলোচনা সভাটির আয়োজন করে ইন্ডিয়ান কাউন্সিল ফল রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস (আইসিআরআইইআর)। এই প্রতিষ্ঠানটি অর্থনীতিক সংস্কার ও উন্নয়ন বিষয়ে প্রথিতযশা অর্থনীতিবিদদের লেখা নিবন্ধ প্রবন্ধ প্রকাশ করে থাকে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর