ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে কম্বল কারখানার ভবন ধস, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, এপ্রিল ১৬, ২০১২
ভারতে কম্বল কারখানার ভবন ধস, নিহত ১

ঢাকা: ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলায় রোববার রাতে একটি কারখানার ভবন ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে।

ধ্বংস্তুপের নিচে কমপক্ষে ২০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবনটি একটি কম্বল করাখানা। রোববার দিবাগত মাঝরাতে ভবনটি ধসে পড়ে।

এ পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার ব্রিগেড, সেনা বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এডিআএফ) উদ্ধারকাজে লেগে পড়েছে। তারা ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়া জীবিত বা মৃতদের খুঁজে বের করতে রাতভর অভিযান চালায় এখনো অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের পার্শ্ববর্তী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তবে ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।