ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর অবরোধ শিথিল করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, এপ্রিল ১৬, ২০১২
মিয়ানমারের ওপর অবরোধ শিথিল করছে অস্ট্রেলিয়া

ঢাকা: মিয়ানমারের বেসামরিক সরকারের সাম্প্রতিক সংস্কার প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় দেশটির ওপর থেকে অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে দেশটি।



তবে আরো অধিক সংস্কারের জন্য চাপ সৃষ্টির লক্ষ্যে কিছুটা অবরোধ বহাল রাখবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বব কার সোমবার বলেছেন, ১৩০ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ বহাল থাকবে। আরো সংস্কারের জন্য চাপ অব্যাহত রাখার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত।

কার আরো জানিয়েছেন, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন ২৬০ জন বেসামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তর্ভূক্ত যাদের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আর থাকছে না।

নিষেধাজ্ঞা তালিকা থেকে প্রেসিডেন্ট থেইন সিনসহ অনেক বেসামরিক এবং সরকারের মন্ত্রীদের নাম প্রত্যাহার করা হয়েছে।
তবে শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং মানবাধিকার স্বার্থে কিছু ব্যক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কার।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মিয়ানমারের ওপর অবরোধ শিথিল করার সিদ্ধান্তের কথা সোমবার লন্ডনে জানিয়েছেন কার। সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঐতিহাসিক সফরে মিয়ানমার আসেন। সে সময় তিনি মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার সুপারিশ করেন। মিয়ানমারের গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিও ক্যামেরনের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, এতে করে সংস্কারপন্থীদের হাত আরো শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে কবে তার বাস্তবায়ন হবে সে ব্যাপারে তারা এখনো কিছু বলছে না।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।