ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পূর্ব তিমুরে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, এপ্রিল ১৬, ২০১২
পূর্ব তিমুরে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে পূর্বতিমুরে। স্বাধীনতা অর্জনের এক দশক পূর্তির বছরে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন দুই সাবেক স্বাধীনতাকামী যোদ্ধা।

প্রায় এক দশক আগে ইন্দোনেশিয়ার অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে প্রশান্তমহাসাগরীয় এই দেশটি।

স্বাধীনতা লাভের পর তিন বছর পর্যন্ত জাতিসংঘের তত্বাবধানে শাসিত হয় পূর্ব তিমুর। অবশেষে ২০০২ সালে জাতিসংঘের তত্ত্বাবধান থেকে নিজেদের হাতে শাসন ক্ষমতা ফিরে পায় দেশটি।

সোমবারের নির্বাচনের বিরোধী নেতা ফ্রানসেসকো গুতারেস এবং সাবেক গেরিলা নেতা তুর মাতান রুয়াক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফা ভোটে বর্তমান প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা তৃতীয় স্থান পান। এর ফলে  পুনরায় প্রেসিডেন্ট হওয়ার জন্য দ্বিতীয় দফা ভোটগ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। তবে প্রেসিডেন্ট রামোস হোর্তা বলেছেন সোমবারের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থীর হাতে আগামী ১৯ মে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ফ্রানসেসকো গুতারেস এবং সাবেক গেরিলা নেতা তুর মাতান রুয়াক দুজনেই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নির্বাচনে প্রথম দফায় অবশ্য বেশির ভাগ ভোটই পান গুতারে। তবে রুয়াককে সমর্থন দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জানানা গুসমাও।

পূর্ব তিমুরে প্রেসিডেন্ট পদটি অনেকটা আনুষ্ঠানিক। তবে দেশটিতে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষীদের চূড়ান্তভাবে প্রস্থান এবং প্রায় একই সময়ে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আগামী জুলাই মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়:১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।