ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীকে পেটালো ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, এপ্রিল ১৬, ২০১২
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীকে পেটালো ইসরায়েলি সেনা

ঢাকা: ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশকারী ডেনিস নাগরিককে রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে এক ইসরায়েলি সেনা অফিসার। তাকে আঘাত করার এই দৃশ্য ইন্টারনেট মারফত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

ব্যাপক সমালোচনা ও নিন্দার সম্মুখীন হয়ে অবশেষে ইসরায়েল এই হামলার কথা স্বীকার করে  অভিযুক্ত সেনা অফিসারকে বরখাস্ত করার ঘোষণা দেয় সোমবার।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একটি বাইসাইকেল র‌্যালিতে অংশ নেয় বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থি মানবাধিকার কর্মীরা। এ সময় অভিযুক্ত লে.কর্নেল শালোম ইসনার তার এম-১৬ রাইফেল দিয়ে র্যালিতে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মী আন্দ্রেস ইয়াসের মুখে উপর্যুপরি আঘাত করে।
 
আঘাতপ্রাপ্ত মানবাধিকার কর্মী সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। পরবর্র্তীতে তাকে একটি ফিলিস্তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে আহত মানবাধিকার কর্মী সোমবার ইসরায়েলের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হামলার বিবরণ দেন।
তিনি বলেন,‘আমরা শুধু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। ইসরায়েলি সেনারা এ সময় রাস্তা অবরোধ করে রাখে। আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য গান গাইছিলাম। আমি মনে করিনা কোন উস্কানিমূলক কাজ আমরা করেছি। ’ ইসরায়েলের চ্যানেল ১০ দেওয়া সাক্ষাতকারে তিনি এ সব কথা বলেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেনা অফিসারের এই কাণ্ডের নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি অভিযুক্ত সেনা অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।