ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তিন সপ্তাহ আগে। এতো বড় একটি অস্ত্রোপচারের পর তিনি প্রথম জনসমক্ষে এলেন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা মুখর বক্তব্য নিয়ে।
গত রোববার ফক্স নিউজে প্রকাশিক ভিডিওতে দেখা যায়, চেনি কারো সহায়তা ছাড়াই হেঁটে মঞ্চে এলেন এবং টানা সোয়া ঘণ্টা বক্তব্য রাখলেন। তাকে একটুও ক্লান্ত মনে হয়নি। তবে তার বক্তব্যের বেশির ভাগজুড়েই ছিল ওবামার সমালোচনা।
তিনি বলেন, ‘ওবামা দেশের উপশম অযোগ্য এক বিপর্যয়ে পরিণত হয়েছেন। ’
চেনি বলেন, ‘আমি আর একটা মুহূর্তও ভাবতে পারি না যখন এ অনুভূতি হলো যে, আজকে বারাক ওবামার মতো একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে পরাজিত করাই আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ কাজ। আমি মনে করি, তিনি দেশের জন্য এক উপশম অযোগ্য এবং চরম বিপর্যয়ে পরিণত হয়েছেন। ’
শনিবার রিপালবলিকান পার্টির ওয়াইওমিং অঙ্গরাজ্য শাখার সম্মেলনে এ মন্তব্য করেন ডিক চেনি।
সাবেক এই ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি সেই অবস্থার কথা ভাবি; তিনি তার বর্তমান নীতি চালিয়ে নিতে আরো চার বছরের জন্য হোয়াইট হাউজে গেছেন। তার অর্থনীতি, কর নীতি, প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে গৃহিত নীতিগুলো আরো অনেক বেশি হতাশাজনক হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর