ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দামেস্কে অপহৃত সাবেক হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, এপ্রিল ১৬, ২০১২
দামেস্কে অপহৃত সাবেক হামাস নেতা

ঢাকা: সিরিয়ায় বসবাসরত হামাসের এক সাবেক কর্মকর্তা অপহৃত হয়েছেন। শনিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে তিনি অপহৃত হন।

এ সময় তিনি নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন বলে লন্ডন ভিত্তিক দৈনিক আল হায়াত পত্রিকা সোমবার জানায়।

হামাস নেতা লেদাবি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের হয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিরিয়া, লেবানন এবং ইরানে হামাসের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় কাজ করেন বলে জানায় পত্রিকাটি।

এদিকে লেদাবির অপহরণের ব্যাপারে হামাস কর্তৃপক্ষ সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। পেশাগত জীবনে একজন সাংবাদিক লেদাবি অবশ্য বেশ কয়েকবারই তার সংগঠন হামাসের সমালোচনা করেন।

সংবাদপত্রে প্রকাশিত তার সাম্প্রতিক কলামে তিনি দোহা ঘোষণার সময় হামাস নেতা খালেদ মেশালের ভূমিকার সমালোচনা করেন। এর পাশাপাশি ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভেদেরও তীব্র সমালোচনা করতেন তিনি।

বাংলাদেশ সময়:১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।