ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উ.কোরিয়ার রকেট উৎক্ষেপণ:‘উপস্থিত ছিলো ইরানি প্রতিনিধি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, এপ্রিল ১৬, ২০১২
উ.কোরিয়ার রকেট উৎক্ষেপণ:‘উপস্থিত ছিলো ইরানি প্রতিনিধি’

ঢাকা:উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের সময় ইরানি কর্মকর্তারা উপস্থিত ছিলো দাবি করেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদসংস্থা। দক্ষিণ কোরিয়ার ইয়ুনহাপ সংবাদসংস্থা সোমবার জানায়, গত শুক্রবারের ব্যর্থ উৎক্ষেপণের সময় ইরানের বিশেষজ্ঞরা উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন।



উত্তর কোরিয়া আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে মহাকাশে বহুল আলোচিত ও বিতর্কিত দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। তবে উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই রকেটটি খন্ড বিখন্ড হয়ে সমুদ্রে ভেঙ্গে পড়ে।

কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়ুনহাপ দাবি করে ইরানের শহিদ হিম্মাত ইন্ড্রাস্ট্রিয়াল গ্রুপের (এসএইচআইজি) একটি বিশেষজ্ঞ দল উৎক্ষেপণের কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া এসে পৌঁছায়।   ইরানি বিশেষজ্ঞরা উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান উত্তর কোরিয়ার থেকে সংগ্রহ করে বলে জানায় সংবাদসংস্থাটি।

প্রকাশিত এই প্রতিবেদনের ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার সরকার। ইরানি কর্তৃপক্ষেরও কোন মন্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে।

ইরানি প্রতিষ্ঠান এসএইচআইজি এর আগেও যুক্তরাষ্ট্রের অবরোধের কবলে পড়ে। ইরানের পরমাণু অস্ত্র তৈরিতে প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।