ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, এপ্রিল ১৬, ২০১২
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ মহড়া

ঢাকা:যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সামরিক বাহিনীর যৌথ অংশগ্রহণে মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত বিতর্কিত সোয়াল দ্বীপ নিয়ে চীনের সঙ্গে দেশটির চলমান বিরোধের মধ্যেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।



নিয়মিত বার্ষিক মহড়ার অংশ হিসেবে বালিকাতান শিরোনামের এই সামরিক মহড়া চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।
এ বছর এই মহড়া অনুষ্ঠিত হবে দক্ষিণ চীন সাগরে অবস্থিত ফিলিপাইনের পালওয়ান দ্বীপের কাছে। এই দ্বীপের নিকটবর্তী সমুদ্র সীমানাকে ঘিরেই মূলত ম্যানিলা ও বেইজিং বিরোধে লিপ্ত।

মাত্র এক সপ্তাহ আগেই দুই দেশ বিতর্কিত এই সমুদ্র সীমানায় অবস্থিত সোয়াল দ্বীপের অদূরে মুখোমুখি হয়। ফিলিপাইন দাবি করেছে, তাদের সীমানায় অবৈধভাবে মৎস শিকাররত চীনা মাছ ধরা জাহাজকে দেখতে পেয়ে আটকের চেষ্টা করে ফিলিপিনো নৌবাহিনী। এ সময় ফিলিপিনো নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ মাছধরার নৌকাগুলোকে আটকের চেষ্টা করলে দুটি চীনা টহল নৌযান ফিলিপিনো যুদ্ধজাহাজের পথ রুদ্ধ করে দেয়। চীন এই অঞ্চলকে নিজেদের এলাকা হিসেবে দাবি করে আসছে।

চীনের সঙ্গে সমুদ্রসীমানা সংক্রান্ত বিরোধে জড়িয়ে ফিলিপাইন সরকার তাদের স্বল্প সামর্থ্যের নৌ ও বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে এই এলাকায় কোন সংঘাতে নিজেদের পাল্লা ভারী করতে তারা যুক্তরাষ্ট্রের প্রতিই নির্ভরশীল। আর এই সামরিক মহড়া সেই ইঙ্গিতই দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে ফিলিপাইনের পালওয়ান দ্বীপ ও বিতর্কিত স্প্রাটলি দ্বীপের মধ্যবর্তী এলাকায়। স্বাভাবিক ভাবেই এই মহড়াকে ভালো চোখে দেখছে না চীন। তবে বিতর্কিত জলসীমানাকে কেন্দ্র করে ম্যানিলা উভয়সঙ্কটে নিমজ্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার চীনকে নিজেদের স্বার্থেই ক্ষুদ্ধ করতে চাইবে না ম্যানিলা।

এদিকে গত সপ্তাহের উত্তেজনা প্রশমিত হলেও দুটি চীনা জাহাজ এখনও বিতর্কিত জলসীমানায় অবস্থান করছে বলে জানিয়েছে ম্যানিলা। ম্যানিলার যুদ্ধজাহাজ ওই স্থান ত্যাগ করলেও ফিলিপাইন কোস্ট গার্ডের দুটি জাহাজ সেখানে এখন অবস্থান করছে।

বাংলাদেশ সময়:২০২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।