ঢাকা: লাতিন আমেরিকার রাষ্ট্র চিলি প্রকম্পিত হলো ৬ দশমিক ৫ মাত্রার ভূ-কম্পনে। প্রশান্ত মহাসাগর উপকূলীয় এই রাষ্ট্রের মধ্যাঞ্চলে সোমবার রাতে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-কম্পন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্রের ভ-ূকম্পন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ইউএস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১৫০ মিনিটে (গ্রিনিচ মান ০৩৫০ ঘণ্টা) ভূমিকম্প আঘাত হানে।
কম্পনের উৎপত্তিস্থল ছিলো চিলির ভালপ্যারাইসো থেকে ৪৮ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ২৫.৯ কিলোমিটার গভীরে।
তবে ক্ষয়ক্ষতি ও ধ্বংসের কোন তাৎক্ষনিক খবর এখনও জানাতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম।
ভূমিকম্প হলেও বিস্তৃত ও ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরের হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি সেন্টার।
আন্দিজ পর্বত মালার পাদদেশে অবস্থিত এই দেশটি মাঝেমাঝেই ভূমিকম্পের শিকার হয়। এর আগেও ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারিতে সংঘটিত ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি আঘাত হানে চিলিতে। এর ফলে ৫ শত মানুষ নিহত এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয় সেখানে।
বাংলাদেশ সময়:১২০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর ও জনি সাহা, নিউজরুম এডিটর