ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির পৌর নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ প্রাধান্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, এপ্রিল ১৭, ২০১২
দিল্লির পৌর নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ প্রাধান্য

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির পৌর নির্বাচনে প্রধান বিরোধীদল বিজেপি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। এখন পর্যন্ত ৮০ টি আসনের ফলাফল ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি  জয়লাভ করেছে  ৪৯ টি আসনে। অপর দিকে কংগ্রেস মাত্র ১৯ টি আসনে জয়ী হয়েছে।

আটজন স্বতন্ত্র প্রার্থীও জয়লাভ করেছে। এছাড়া বহুজন সমাজ পার্টি দুটি এবং জনতা দল (ইউনাইটেড) ও ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল একটি করে আসনে জয়লাভ করেছে। দিল্লির তিনটি মিউনিসিপ্যালিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে মোট ২৭২ টি।

দিল্লির সাবেক মিউনিসিপ্যালিটি ভেঙ্গে বর্তমানে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। গত রোববার এই তিনটি অংশেই এক যোগে ভোটগ্রহণ হয়। মঙ্গলবার দিল্লির ৩৩ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল আটটায়। নির্বাচনে ভোট পড়ে মোট ভোটের ৫৫ শতাংশ।

সর্বশেষ ফলাফল অনুযায়ী বিজেপি ১৩০ ওয়ার্ডে এগিয়ে ছিলো অপর পক্ষে কংগ্রেস এগিয়ে আছে ৮০ আসনে। এছাড়া বিএসপি সহ অন্যান্যরা ৫৪ আসনে এগিয়ে আছে।

সাউথ দিল্লি করপোরেশনে বিজেপি এগিয়ে আছে (জয়ী হওয়া আসন সহ) ৪৩ টি আসনে। পক্ষান্তরে কংগ্রেস এগিয়ে আছে( জয়ী হওয়া আসন সহ) ৩২ আসনে। অন্যান্যরা ২০ টি ওয়ার্ডে এগিয়ে আছে। দক্ষিণের করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা মোট ১০৪ টি।

অপর দিকে ইস্ট দিল্লি করপোরেশনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর লড়াই চলছে। ইতিমধ্যেই নিশ্চিত হওয়া আসন সহ বিজেপি এগিয়ে ২৮ টিতে অপরদিকে কংগ্রেসের ক্ষেত্রে এ সংখ্যা ২৩ টি।

নর্থ দিল্লি করপোরেশনে নিরঙ্কুশভাবে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এখানে পাত্তাই পায় নি। দক্ষিণের মত এই করপোরেশনেও  আসন ১০৪ টি। এখানে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে আছে ৫৯ আসনে, অপরদিকে কংগ্রেস আছে ২৫ টিতে। ১২ টি ওয়ার্ডে অন্যান্যরা এগিয়ে আছে।
 
দিল্লির পৌর করপোরেশনের এই নির্বাচনে জাতীয় দলগুলোর ফলাফলের প্রতি মানুষ কৌতুহলী। পরবর্তী বছর অনুষ্ঠেয় দিল্লির বিধান সভা নির্বাচনকে সামনে রেখে এই পৌর কর্পোরেশন ভোটগ্রহণকে সেমিফাইনাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

২০০৭ সালে অবিভক্ত দিল্লি করপোরেশন নির্বাচনে বিজেপি পেয়েছিলো ৩৬.১৭ শতাংশ ভোট। অপর দিকে কংগ্রেস পায় ২৯.১৭ শতাংশ ভোট। এর পাশাপাশি বিএসপির প্রাপ্ত ভোট ছিলো ৯.৮৭ শতাংশ।

বিগত পরিষদে বিজেপির কাউন্সেলর ছিলো ১৬৪ জন। এর বিপরীতে কংগ্রেসের ছিলো ৬৭ জন এবং বিএসপির ১৭ জন কাউন্সেলর।

এদিকে নির্বাচনের এই ফলাফলে উচ্ছসিত বিজেপির মুখপাত্র এম ভেনকায়া নাইডু বলেছেন, দিল্লি করপোরেশনে বিজেপির  সুশাসন এবং কংগ্রেসের দুর্নীতির কারণে তাদের ফলাফল ভালো হয়েছে। অপর দিকে কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি বলেছেন দিল্লি করপোরেশনের নির্বাচন একটি স্থানীয় নির্বাচন এবং জাতীয় পর্যায়ে এর কোন প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।