ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে তুর মাতান রুয়াক জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, এপ্রিল ১৭, ২০১২
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে তুর মাতান রুয়াক জয়ী

ঢাকা : পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন দেশটির সাবেক গেরিলা নেতা তুর মাতান রুয়াক। বর্তমান প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের সাবেক স্পিকার এবং স্বাধীনতাকর্মী ফ্রানসিসকো গুতারে।

প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত সোমবার। মঙ্গলবার প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী সাবেক সশস্ত্রবাহিনী প্রধান মাতান রুয়াক  ৬১ শতাংশ ভোট লাভ করেছেন।

গত মাসে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে অবশ্য বর্তমান প্রেসিডেন্ট নোবেল বিজয়ী রামোস হোর্তা অংশ গ্রহণ করেন। তবে ফলাফলে তৃতীয় স্থান লাভ করায় চূড়ান্ত দফা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান তিনি।
 
এদিকে সোমবারের নির্বাচনে পরাজিত প্রার্থী গুতারে এবং বিজয়ী মাতান রুয়াক উভয়ই নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেছিলেন। এছাড়া সমর্থকদেরও ফলাফল মেনে নিয়ে শান্ত থাকার আহবান জানান তারা।

নির্বাচনের তিন প্রতিদ্বন্দ্বী মাতান রাউক, রামোস হোর্তা এবং গুতারে তিনজনই পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামে জানানা গুসমাওয়ের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। স্বাধীনতা প্রাপ্তির পর পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট হন গুসমাও। তিনি বর্তমানে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৭ সালে সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গুসমাও । সোমবারের নির্বাচনে তিনি অবশ্য মাতান রুয়াককে সমর্থন দেন।

৪০০ বছর ধরে পুর্তগীজ উপনিবেশিক শাসকরা পূর্ব তিমুর শাসন করে ১৯৭৫ সালে এর ভার ইন্দোনেশিয়ার ওপর অর্পণ করে বিদায় নেয়। ২৪ বছর ইন্দোনেশিয়ার দখলদারিত্বে থাকার পর দেশটি জাতিসংঘের মাধ্যমে ১৯৯৯ সালে স্বাধীনতা অর্জন করে।

বাংলাদেশ সময়:১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।