ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সামরিক ব্যয়ে বিশ্বে তৃতীয় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, এপ্রিল ১৭, ২০১২
সামরিক ব্যয়ে বিশ্বে তৃতীয় রাশিয়া

ঢাকা : রাশিয়া সামরিক খাতে  ২০১১ সালে ব্যয় করেছে ৭ হাজার ১০৯ কোটি ডলার। ফলে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে গেল সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরী এই দেশটি।



মঙ্গলবার সুইডেনের স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক থিংকট্যাংক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (এসআইপিআরআই) প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। থিংকট্যাংক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী রাশিয়ার সামরিক ব্যয় ৯.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০১১ সালে।
 
রাশিয়ার বরাদ্দকৃত এই সামরিক বাজেট মূলত ব্যয় করা হচ্ছে প্রতিরক্ষা যন্ত্রপাতির গবেষণা ও উন্নয়ন( আর অ্যান্ড ডি) এবং সশস্ত্র ও সামরিক শিল্পখাতের উৎপাদন, গবেষণা ও বিকাশে। এর পাশাপাশি রাশিয়ার সাবেক সোভিয়েত আমলের সরঞ্জাম বদলে ২০২০ সালের মধ্যে রাশিয়াকে নতুন প্রজন্মের অস্ত্রপাতিতে সজ্জিত করার পরিকল্পনার পেছনেও এই অর্থ ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

তবে সামরিক খাতে বিশ্বে সবচেয়ে বেশি ব্যয় করা শীর্ষ ছয়টি দেশ ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ২০১১ সালে সামরিক ব্যয় কমিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। মূলত মন্দার মুখে পড়া অর্থনীতির কারণে বাজেট ঘাটতি কমাতেই দেশগুলো সামরিক বাজেট কমাতে বাধ্য হয়।

বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয়কারী দেশ যুক্তরাষ্ট্র ২০১১ সালে ১ দশমিক ২ শতাংশ বা ৮৭০ কোটি ডলার ব্যয় কমিয়েছে। । তবুও সামরিক খাতে তাদের ৭১১ বিলিয়ন ডলার ব্যয় বরাবরের মতোই শীর্ষ স্থানে রেখেছে যুক্তরাষ্ট্রকে। ১৪৩ বিলিয়ন ডলার খরচ করে সামরিক ব্যয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।