ঢাকা: বিশ্বে আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারত। বুধবার দেশটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করতে যাচ্ছে নিজেদের প্রযুক্তিতে তৈরী আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৫।
ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের হুইলার আইল্যান্ড সমুদ্র উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)। ক্ষেপণাস্ত্রটি নির্মিত হয় ডিআরডিও’র নকশা ও তত্ত্বাবধানে। তিন ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্রটি একটি ভ্রাম্যমান মঞ্চ থেকে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
৫ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ভারতে সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। পারমাণবিক বোমা বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটির আওতায় আছে চীনের রাজধানী বেইজিংসহ প্রায় সমস্ত এশিয়া মহাদেশ।
১৭ মিটার দীর্ঘ এবং ৫০ টন ওজনের অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রটি পরিচালিত হয় কঠিন জ্বালানিতে। ক্ষেপণাস্ত্রটি এক টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানিয়েছে ডিআরডিও। বিশ্বে বর্তমানে এই মানের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীনের নিয়ন্ত্রণে।
ক্ষেপণাস্ত্রটি এখনও পরীক্ষাধীন আছে জানিয়ে ডিআরডিও বলেছে ২০১৪-১৫ সাল নাগাদ ক্ষেপণাস্ত্রটি চূড়ান্তভাবে ভারতীয় সামরিক বাহিনীতে সংযোজন করা যাবে।
বাংলাদেশ সময়:১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর