ঢাকা: পরস্পরের প্রতিদ্বন্দ্বী আফ্রিকা মহাদেশের রাষ্ট্র সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এর ফলে দেশদুটির মধ্যে যে কোন মুহূর্তে পূর্ণ মাত্রার যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিতর্কিত সীমান্তরেখায় সংঘটিত লড়াইয়ে প্রথমে হামলা করার জন্য পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষই। দক্ষিণ সুদানের আয়েইলের উত্তরাঞ্চল সংলগ্ন সীমান্তে লড়াই শুরু হয় বলে জানায় সংবাদমাধ্যম। এলাকাটি বিতর্কিত এবং উত্তেজনাপূর্ণ হেগলিগ তেলক্ষেত্র থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
লড়াইয়ে ৭ দক্ষিণ সুদানি সেনা ও ১৫ জন সুদানি নিহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সুদানি সেনামুখপাত্র। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দীর্ঘ দিনের লড়াইয়ের পর দক্ষিণ সুদান গত বছর সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হলেও এখনও দুই দেশের বিতর্কিত সীমানা নির্ধারিত হয়নি। এ নিয়ে দুই দেশের সামরিক বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। দেশদুটির মধ্যে যে কোন সময় যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর