ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টিভি ক্যারিয়ারে অ্যাসাঞ্জের অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, এপ্রিল ১৮, ২০১২
টিভি ক্যারিয়ারে অ্যাসাঞ্জের অভিষেক

ঢাকা : রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে সঞ্চালকের ভূমিকায় অভিষেক হলো আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন ধারার ওয়েবাসাইট উইকিলিকিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। আর অভিষেকেই তিনি সাক্ষাতকার নিলেন লেবাননের শিয়া রাজনৈতিক দল হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর।

হেজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

ক্রেমলিনের সমর্থনপুষ্ট আরটি টেলিভিশনে আধাঘণ্টার ওই সাক্ষাতকার সম্প্রচার করা হয় গত মঙ্গলবার। সাক্ষাতকারে নাসরাল্লাহকে ইসরায়েল, লেবাবন, সিরিয়া, ধর্মতত্ত্ব এবং তথ্য আদান প্রদানে সাংকেতিক কৌশল বিষয়ে প্রশ্ন করেছেন অ্যাসাঞ্জ।

এ বিরল সাক্ষাতকারে হেজবুল্লাহ নেতা নাসরাল্লাহ সিরিয়ার ব্যাপারে বলেন, তার দল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সঙ্গে আছে।

জানতে চাইলে তিনি অ্যাসাঞ্জকে বলেন, আসাদের সঙ্গে হেজবুল্লাহর সম্পর্ক দীর্ঘদিনের। এখন তারা বিরোধীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, তাদের সাহস যোগাচ্ছে এবং আসাদ সরকারের সঙ্গে সংলাপে বসার জন্যে বিরোধীদের উৎসাহ দিচ্ছে।

ইন্টারনেটে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে এবং একজন অনুবাদকের সহায়তায় দেওয়া এ সাক্ষাতকারে নাসরাল্লাহ অভিযোগ করেন, হেজবুল্লাহকে সব সময় রুঢ়ভাবে উপেক্ষা করা হয়েছিল।

সিরিয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আপনার এমন একটি বিরোধী পক্ষ আছে যারা সংলাপে বসতে প্রস্তুত নয়... এরা সবাই সরকারের পতন চায়। ’ প্রয়োজন হলে সংলাপে মধ্যস্থতা করতে রাজি আছেন এবং তিনি খুশি হয়েই এ দায়িত্ব নিতেন বলে জানিয়েছেন নাসরাল্লাহ।

অনুষ্ঠানের এক পর্যায়ে অ্যাসাঞ্জ এবং নাসরাল্লাহ সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান কৌশল নিয়ে একটু হাসি-তামাশাও করেন। নাসরাল্লাহ বলেন, হেজবুল্লাহ ইসরায়েলি কোড-ব্রেকারদের নখ দর্পণে রাখে। আর এতে তারা আরবীয় খামারবাড়ির স্ল্যাং শব্দ ব্যবহার করে। নাসরাল্লাহ কৌতুক করে বলেন, ‘যাই হোক, এ কৌশল উইকিলিকসের জন্য খুব ভাল মনে করে আপনি নিশ্চয় ব্যবহার করতে যাবেন না। ’

প্রসঙ্গত, শিয়া নেতা নাসরাল্লাহর সাক্ষাতকার প্রদানের ঘটনা একেবারে বিরল। কোনো বক্তৃতা বিবৃতি দিতে হলে তিনি সাধারণত হেজবুল্লাহ পরিচালিত মানার টিভিতে বলে থাকেন। হেজবুল্লাহর গণমাধ্যম কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাইরের কোনো গণমাধ্যমে নাসরাল্লাহ সর্বশেষ সাক্ষাতকার দিয়েছেন তিন বছর আগে কুয়েতের রাই টিভিতে।

এদিকে, রাশিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত টেলিভিশনে টকশো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরুর কারণে পশ্চিমের অনেকে সমালোচনা মুখর হয়েছেন। কারো কাছে বিষয়টি খুব অস্বস্তিকর ঠেকেছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।