ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

‘তারা ডাকছে, কিন্তু আমরা বাঁচাতে পারছি না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, ফেব্রুয়ারি ৭, ২০২৩
‘তারা ডাকছে, কিন্তু আমরা বাঁচাতে পারছি না’

‘হিমশীতল তাপমাত্রা, তুষার ও বৃষ্টি’- বাধা হয়ে দাঁড়িয়েছে সিরিয়া ভূমিকম্পের উদ্ধারকাজে। ধ্বংসাবশেষে আটকে পড়ারা সাহায্যের জন্য চিৎকার করলেও অনেককে উদ্ধার করা যাচ্ছে না।

দক্ষিণ তুরস্কের হাতায়ে প্রদেশে বৃষ্টির মধ্যে কাঁদছিলেন ডেনিজ নামে এক উদ্ধারকর্মী। তিনি রয়টার্সকে উদ্ধারকারীদের জন্য যন্ত্রণাদায়ক অপেক্ষার কথা বর্ণনা করেছেন।

হতাশার সঙ্গে নিজের হাত মুছতে মুছতে ডেনিজ বলেন, ‘তারা শব্দ করছে। কিন্তু কেউ বের হতে পারছে না। ’

ভেতর থেকে আটকে পড়ারা বলছে ‘আমরা বিধ্বস্ত। হে সৃষ্টিকর্তা’।

তারা বলছে, ‘আমাদের বাঁচাও, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না... সকাল থেকে কেউ নেই। ’

এদিকে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের উদ্ধারকারীরা বলছে, ‘ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য আমরা নানা প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিযোগিতা করছি। ’

শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।