ঢাকা : তেল কোম্পানি ওয়াইপিএফকে আর্জেন্টিনা সরকারের জোরপূর্বক জাতীয়করণের যথোপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে স্পেন। স্পেনীয় এ তেল কোম্পানিটি ঘিরে দুই দেশের বাণিজ্য সম্পর্কে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে।
ওয়াইপিএফ আর্জেন্টিনার একটি প্রভাবশালী কোম্পানি, এটি স্পেনের রেপসোল কোম্পানির মালিকানাধীন। সম্প্রতি প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফারনান্দেজের সরকার কোম্পানিটি অধিগ্রহণ করেছে।
এর প্রতিক্রিয়ায় স্পেনের শিল্পমন্ত্রী হোসে মানুয়েল সোরিয়া বলেছেন, আর্জেন্টিনার সঙ্গে তারা কূটনৈতিক, বাণিজ্য, শিল্প এবং জ্বালানি সম্পর্কের ব্যাপারে নতুন পদক্ষেপের কথা বিবেচনা করছেন। তবে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
এদিকে ওয়াইপিএফ’র ঋণ মানেও অবনতি হয়েছে।
মান নির্ধারক প্রতিষ্ঠান মুডি কোম্পানিটির ঋণমান Ba3 থেকে B3 তে নামিয়ে দিয়েছে। কোম্পানির ঋণমানে আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে মুডি।
অধিগ্রহণের পর আর্জেন্টিনা সরকার ওয়াইপিএফ’র ৫১ শতাংশ শেয়ার নিয়েছে। সেই সঙ্গে রেপসোলের ৫৭ দশমিক ৪ শতাংশ শেয়ার বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর