ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে ১৪ ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, এপ্রিল ১৮, ২০১২
মেক্সিকোতে ১৪ ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার

ঢাকা : মাদক সহিংসতা পীড়িত লাতিন রাষ্ট্র মেক্সিকো থেকে উদ্ধার করা হয়েছে ১৪ ব্যক্তির ছিন্নভিন্ন দেহাবশেষ। ধারণা করা হচ্ছে হতভাগ্য ব্যক্তিদের অপহরণের পর হত্যা করা হয়।



যুক্তরাষ্ট্র সীমান্ত সংলগ্ন নুয়েভো লারোডো শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত মিনিভ্যানের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশগুলো মিনিভ্যানের ভেতর দশটি কালো প্লাস্টিকের ব্যাগে গাদাগাদি করে রাখা হয়। দেহাবশেষগুলোর সঙ্গে একটি হুঁশিয়ারি বার্তাও পাওয়া গেছে ।

নুয়েভো লারোডো শহরটি মেক্সিকোর মাদক সংক্রান্ত সহিংসতার অন্যতম কেন্দ্রভূমি। শহরটির অপরপ্রান্তে যুক্তরাষ্ট্রের লারোডো নগরী অবস্থিত। কুখ্যাত মাদক চক্র জেটাসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শহরটি।

২০০৬ সাল থেকে শুরু হওয়া মাদকচক্র বিরোধী অভিযানে এ যাবৎ প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে মেক্সিকোতে। অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যকার লড়াইয়ে। বেশিরভাগ সহিংসতা সংঘটিত হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তসংলগ্ন অঞ্চলে। এই সীমান্ত এলাকাগুলো যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের অন্যতম প্রধান রুট।

বাংলাদেশ সময়:১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।