ঢাকা : পাকিস্তান ও ইরানে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রধান সরবরাহকারী দেশে পরিণত হয়েছে চীন। যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসনাল প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) এর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সম্পর্কিত প্রযুক্তি এবং ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহকারী প্রধান দেশ এখন চীন।
‘চীন এবং ক্ষেপণাস্ত্র ও ব্যাপক বিধ্বংসী অস্ত্রের বিস্তার: কৌশল ইস্যু’ শীর্ষক ৮০ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছে সিআরএস। মার্কিন কংগ্রেসের একটি স্বাধীন গবেষণা শাখা এটি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বুশ প্রশাসনের সময় কমপক্ষে ২০টি অধিবেশনে পাকিস্তান, ইরান এবং সম্ভবত অন্য আরো কয়েকটি দেশে চীনের ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্রে ও প্রযুক্তি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া অব্যাহতভাবে অস্ত্র বিস্তারে সহায়তাকারীদের বিরুদ্ধেও বারবার নিষেধাজ্ঞা প্রস্তাব আনা হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ্য করা হয়েছে, পাকিস্তানে পরমাণু কর্মসূচির জন্য প্রযুক্তি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না ১৯৯৬ সালে এ ইস্যুর মুখোমুখি হয়েছিলেন মার্কিন নীতিনির্ধারকরা। আর এর পর থেকেই পাকিস্তানকে অব্যাহতভাবে পরমাণু সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটু হলেও উদ্বিগ্ন। বিশেষ করে পাকিস্তানের চশমায় পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণে চীনের সম্পৃক্ততা এ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
তবে এরপরও ২০০৪ সালে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে (এনএসজি) যোগ দিতে করা চীনের আবেদনে সমর্থন জানায় বুশ প্রশাসন। অথচ পাকিস্তানে চীনের পরমাণু প্রকল্পের পূর্ণ নিরাপত্তার ব্যাপারে কংগ্রেসের যথেষ্ট উদ্বেগ ছিল।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর