ঢাকা: জাপানের টোকিওতে আগামী চার বছরের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। আর এতে ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটবে এবং আহত হবে দেড় লাখেরও বেশি মানুষ।
গত বছরের মার্চের ৯ মাত্রার ভূমিকম্প ও ভয়াবহ সুনামির ধকল কাটিয়ে উঠতে না উঠতে ভীতি জাগানিয়া এই তথ্য দিয়েছে টোকিওর মেট্রোপলিটন সরকার। যেখানে মার্চের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উত্তরপূর্ব উপকূল অঞ্চলের পুনর্গঠনের কাজ এখনো শেষ হয়নি।
মার্চের ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ১৯ হাজার মানুষ মারা যায় এবং ইতিহাসের সবচেয়ে বড় পারমাণু বিপর্যয় ঘটে।
এখন ধারণা করা হচ্ছে, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে টোকির ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটবে এবং আহত দেড় লাখের মধ্যে ২১ হাজারের বেশি মানুষের অবস্থা হবে গুরুতর।
টোকিওর মেট্রোপলিটন সরকারের প্রাক্কলন মোতাবেক, ভূমিকম্প আঘাত হানলে ৫০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বা যানবাহনের অভাবে বাড়ি ফিরতে পারবে না। ভূমিকম্পে প্রায় ৩ লাখ ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হবে এবং এক লাখ ৮৮ হাজার অবকাঠামো মাটির নিচে চাপা পড়বে।
টোকিও থেকে কয়েক’শ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে বিচ্ছিন্ন অনেকগুলো দ্বীপে বড় ধরনের সুনামি আঘাত হানতে পারে। আর এই দ্বীপগুলো মিউনিসিপলিটির মধ্যেই পড়ে। তবে সুনামির আঘাত মেট্রোপলিটনের মধ্যে আসবে না বলে উল্লেখ করা হচ্ছে।
চরম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান পরস্পরকে ছেদ করা চারটি টেকটোনিক প্লেটের উপর দাঁড়িয়ে আছে। টোকিওর ইউনির্ভাসিটি অব আর্থকোয়েক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা বলেন, আগামী চার বছেরর মধ্যে টোকিওতে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় পঞ্চাশ ভাগ।
তবে প্রায় সাড়ে তিন কোটি মানুষের দেশ জাপানে ওই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সে ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি।
বাংলাদেশ সময: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর