ঢাকা: নতুন প্রেসিডেন্ট নির্বাচনে সময়সীমা ঘোষণা করা হয়েছে মালদ্বীপে। তবে এই ঘোষণাকে প্রত্যাখান করে বিরোধীদল দাবি করেছে এতে তাদের দাবি দাওয়ার প্রতি কর্ণপাত করা হয়নি।
বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান। ঘোষণা অনুযায়ী নির্বাচন ২০১৩ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। এর আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০১৩ সালের শেষ নাগাদ।
পূর্বসুরী মোহাম্মদ নাশিদের ক্ষমতা ত্যাগের পর মালদ্বীপের প্রেসিডেন্ট হন ওয়াহেদ হাসান। মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদকে অনেকটা জোর করেই পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় পদত্যাগে বাধ্য করা হয়।
অবশ্য পরে নাশিদ দাবি করেন তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানান।
২০০৮ সালে অনুষ্ঠিত মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন নাশিদ। এর আগে দেশটিতে টানা ৩০ বছর একনায়কতান্ত্রিক শাসন চলে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর