ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টাইমের একশ’ প্রভাবশালীর তালিকায় মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, এপ্রিল ১৯, ২০১২
টাইমের একশ’ প্রভাবশালীর তালিকায় মমতা

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর মর্যাদাপূর্ণ টাইম সাময়িকীর বিবেচনায় বিশ্বের সেরা একশ’ প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন নির্বাচিত হয়েছেন।

কলকাতার দিদি খ্যাত মমতা সেই ক্লাবে যোগ দিলেন যারা আমাদের অনুপ্রেরণা ও বিনোদন দেন, আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান এবং আমাদের চারপাশের বিশ্বকে বদলে দেন।



বিশ্বে সবচে প্রভাবশালী একশ’ ব্যক্তির তালিকায় এবার আরো স্থান পেয়েছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকুবের ওয়ারেন বাফেট, পাকিস্তানের প্রথম অস্কার বিজয়ী শারমিন ওবায়েদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ফেসবুকের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শেরিল স্যানবার্গসহ আরো অনেকে।

টাইম সাময়িকী সমালোচকদের দেওয়া ‘সদা পরিবর্তনশীল এক অদ্ভুত ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ কণ্ঠে চেঁচামেচি করা রাজপথের সংগ্রামী নেত্রী’ এই অভিধায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করেছে।

এরপরও তাকে সবচে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান দেওয়ার যুক্তি হিসেবে টাইম বলেছে, তারপরও শেষ পর্যন্ত তিনি  নিজেকে একজন দক্ষ রাজনীতিক হিসেবে প্রমাণ করেছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের পরবর্তী নির্বাচনগুলোর মাধ্যমে মমতা তার ক্ষমতার ভিত্তিকে আরো দৃঢ়ভাবে বিস্তৃত করেছেন। অথচ একই সময় তার বিরোধীরা দূর্বল হয়ে পড়েছে।

আর মমতার নিম্ন মধ্যবিত্ত শেকড় তার জন্য ভারতের মতো দেশে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি যে দেশের ‘বংশানুক্রমিক রাজনৈতিক সংস্কৃতির জন্য বদনাম আছে’ বলে মন্তব্য করেছে টাইম।

নয়াদিল্লিতে কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব বিস্তার, পশ্চিমবঙ্গ রাজ্যে বাম দূর্গ গুড়িয়ে দেওয়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ময়কর অর্জন বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।