ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর স্মৃতিচিহ্ন নিলামে তোলা দুঃখজনক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, এপ্রিল ১৯, ২০১২
মহাত্মা গান্ধীর স্মৃতিচিহ্ন নিলামে তোলা দুঃখজনক

ঢাকা : ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিচিহ্ন নিলামে তোলার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ। বৃহস্পতিবার তিনি বলেন, এসব অমূল্য বস্তু বেচে দেওয়ার পক্ষপাতি তিনি ছিলেন না।



গত মঙ্গলবার লন্ডনে মুলক নিলামঘরে গান্ধীজির রক্তমাখা মাটি ও ঘাসসহ আরো কিছু স্মৃতিচিহ্ন নিলামে মোট ৭৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যেহেতু বিষয়টি গান্ধীজির সঙ্গে সম্পর্কযুক্ত তাই আমি ইতোমধ্যে এ ব্যাপারে আমার আপত্তির কথা জানিয়েছি। ইংল্যান্ডে যা ঘটেছে আমি তার পক্ষে নই। ’

তিনি বলেন, ‘এটা দুঃখজনক। আমরা চাই না গান্ধীজির স্মৃতিচিহ্ন বিক্রি হয়ে যাক। এগুলো অমূল্য জিনিস। ’

তিনি আরো বলেন, ‘গান্ধীজির একজন অনুসারী হিসেবে আমি চাই না তার চশমা এবং অন্য স্মৃতিচিহ্নগুলো বিক্রি হয়ে যাক। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। নিলামের ব্যাপারে আমরা শুধু খবরের কাগজের মাধ্যমেই জানতে পেরেছি। ’

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে যেখানে গুলি করে হত্যা করা হয় সেই রক্তমাখা মাটি ও ঘাস গত মঙ্গলবার ব্রিটেনের একটি নিলামঘরে ১০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

মাটি ও ঘাস ছাড়াও মহাত্মা গান্ধীর স্মৃতিবাহী গোলাকার কাচের বিশেষ চশমা বিক্রি হয়েছে ৩৪ হাজার পাউন্ডে আর সুতো কাটার চরকা বিক্রি হয়েছে ২৬ হাজার পাউন্ডে।

নিলামে গান্ধীর ব্যবহূত অন্যান্য জিনিসের মধ্যে ঐতিহাসিক দলিল ও তার স্বাক্ষর করা কাগজও বিক্রি হয়েছে। গুজরাটে গান্ধীর স্বাক্ষর করা একটি চিঠি নিলামে পাঁচ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। তবে কারা এসব কিনেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।