ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হ্যাকারদের টার্গেট এখন গর্ভপাতের ক্লিনিক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, এপ্রিল ১৯, ২০১২
হ্যাকারদের টার্গেট এখন গর্ভপাতের ক্লিনিক!

ঢাকা : ব্রিটেনে এখন গর্ভপাতে সহায়তা দানকারী প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণের শিকার হচ্ছে। বিবিসির সংগৃহিত তথ্য মোতাবেক, গত এক মাসের মধ্যে কয়েক হাজার হ্যাকার গর্ভপাতকারী প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে হানা দিয়েছে।



গর্ভপাতে সহায়তা দানকারী প্রতিষ্ঠানকে ব্রিটেনে সংক্ষেপে বিপিএএস বলে। গত মাসে বিপিএএস’র ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে এক হ্যাকার গর্ভপাত করানো ১০ হাজার নারীর তথ্য চুরি করেছিলেন। পরে অবশ্য তিনি ধরা পড়েন এবং তার জেল হয়।

ওই হ্যাকার গ্রেফতারের পর বিপিএএস সিস্টেমে আরো আড়াই হাজার হ্যাকার আক্রমণের চেষ্টা করেছিল বলে জানিয়েছে বিপিএএস। তবে সব আক্রমণই ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। সেই সঙ্গে সেবা গ্রহণকারী নারীদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদের তথ্য নিরাপদে রয়েছে।

অনুসন্ধান করে দেখা গেছে, অর্ধেক হ্যাকারদের ব্যবহৃত কম্পিউটারের আইপি ঠিকানা যুক্তরাষ্ট্রের। তবে এসব হ্যাকিং যে যুক্তরাষ্ট্রভিত্তিক হচ্ছে এমনটি মনে করছে না কর্তৃপক্ষ।

পশ্চিমে গর্ভপাতের বৈধতা প্রশ্নে ব্যাপক বিতর্ক রয়েছে। ধর্মপ্রাণ খ্রিস্টানরা এর বিরোধিতা করেন। ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে জাতীয় নির্বাচনের সময় প্রায়ই এটি একটি বড় ইস্যুতে পরিণত হয়।

বিপিএএস’র ওয়েবসাইট হ্যাক করার দায়ে গত ১৩ এপ্রিল জেমস জেফারি (২৭) নামে একজন গ্রেফতার হন। ওয়েস্টমিডল্যান্ডসের ওয়েডনেসবুরির অধিবাসী জেফারি নিজের দোষ স্বীকার করেছেন। আদালত তাকে দুই বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে। আপত্তি করা সত্ত্বেও পরিচিত দুই নারী ক্লিনিকে গিয়ে গর্ভপাত করানোয় ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছিলেন বলে জানিয়েছেন জেফারি।

আদালতের দেওয়া তথ্য মতে, ব্রিটেনে গর্ভপাত করানোর জন্য প্রতি বছর ৬০ হাজার নারী বিপিএএস’র সঙ্গে যোগাযোগ করে। আর তাদের তত্ত্বাবধানে প্রতি বছর গর্ভপাত করা হয় ৫৩ হাজার নারীর।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।