ঢাকা : আগ্রাসনকারীর হাত কেটে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন সুদানের প্রেসিডেন্ট বশির আল আসাদ। এ সময় বে-দখল হওয়া তেল সমৃদ্ধ হেগলিগ পুনরায় দখল করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সুদানের নর্থ করদোফান প্রদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত র্যালিতে বক্তৃতার সময় তিনি বলেন, দেশের এক ইঞ্চি ভূমিও অন্য কারো হাতে সমর্পণ করা হবে না। দেশের শত্রুদের কঠিন জবাব দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
‘আমরা দেশের এক ইঞ্চি মাটিও কাউকে সমর্পণ করবো না। আমাদের ভূমির দিকে যারা হাত বাড়াবে তাদের হাত আমরা কেটে ফেলবো। নর্থ করদোফানের রাজধানী এল ওবেইদে জড়ো হওয়া হাজারো লোকের সামনে এভাবেই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এর আগে বুধবার তিনি দক্ষিণ সুদানের ‘বিষাক্ত কীট’ সরকারকে উৎখাতের ঘোষণা দেন। বশির সুদানের ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘দক্ষিণ সুদানের অধিবাসীদের এসপিএলএমের খপ্পর থেকে উদ্ধার করা আমাদের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট (এসপিএলএম) বর্তমানে দক্ষিণ সুদানের ক্ষমতায়।
আটদিন আগে সুদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র হেগলিগ দখল করে নেয় দক্ষিণ সুদান। এর জবাবে সুদানি জঙ্গি বিমান বোমাবষর্ণ করে দক্ষিণের ভূখন্ডে। হেগলিগকে কেন্দ্র করে উভয়দেশ যে কোন মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ সুদানের হেগলিগ দখলের নিন্দা জানায়। পাশাপাশি তারা দক্ষিণ সুদানি ভূখণ্ডে সুদানের বিমান হামলারও নিন্দা জানায়। তবে সুদান দাবি করেছে দক্ষিণ সুদানের আগ্রাসনের জবাবেই তারা বিমান হামলা চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর