ঢাকা : আফগান যুদ্ধ সংক্রান্ত মানবতাবিরোধী ছবি প্রকাশ হওয়াকে কেন্দ্র করে নতুন করে বিব্রত অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। ছবিগুলোতে দেখা যায় এক নিহত আত্মঘাতী বোমা হামলাকারীর ছিন্ন ভিন্ন দেহের পাশে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছে কয়েকজন মার্কিন সেনা।
ছবিগুলো প্রকাশিত হওয়ায় বিব্রত মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা এই ঘটনার জন্য তাৎক্ষনিকভাবে দু:খ প্রকাশ করেছে। ন্যাটোর সহযোগী দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত এক সম্মেলনে অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা মার্কিন সেনাদের এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
প্যানেট্টা বলেন,‘আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের সরকারের তরফে দু:খ প্রকাশ করছি। এবং আবারও বলতে চাই এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ’
পাশাপাশি ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রামোসেও মার্কিন সেনাদের এই আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ছবি ন্যাটোর আফগান মিশনের নীতি এ মূল্যবোধের প্রতিনিধিত্ব করেনা। ’
এদিকে এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা জন অ্যালেন।
লস এঞ্জেলস টাইমসের ওয়েব সাইটে এ সংক্রান্ত ১৮টি দেখানো হচ্ছে। ছবিগুলো ২০১০ সালে তোলা হয়েছে বলে দাবি করেছে তারা। ঘটনাস্থলে থাকা অপর এক সেনার থেকে ছবিগুলো সংগ্রহ করেছে পত্রিকা কর্তৃপক্ষ। এগুলো এমন এক সময়ে প্রকাশিত হলো যখন আফগানিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ক্রান্তিকাল অতিক্রম করছে।
এর আগেও তালেবান বিদ্রোহীদের মৃতদেহে মার্কিন সেনাদের মূত্র নিক্ষেপের ভিডিও প্রকাশ হয়। এর পাশাপাশি কোরআন পোড়ানোর মত জঘন্য কাজ ঘটায় মার্কিন সেনারা। সাম্প্রতিক ঘটনার আগে সর্বশেষ এক মার্কিন সেনা গুলি করে ১৭ বেসামরিক নাগরিককে হত্যা করে আফগানিস্তানে।
অভিযুক্ত সেনারা যুক্তরাষ্ট্রের ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য বলে জানায় সংবাদমাধ্যম। ছবিগুলো তোলার সময় সেনা ইউনিটটি আফগানিস্তানের জাবুল প্রদেশে মোতায়েন ছিলো।
বাংলাদেশ সময়:২০১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনায়:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর